সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুমিরা সাগর উপকূল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ–পুলিশের উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া বলেন, বিকেলে সাগর উপকূলের জোয়ারের পানিতে অজ্ঞাত নারীর মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা বিষয়টি মুঠোফোনের মাধ্যমে অবহিত করলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করি। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। চাঁন মিয়া আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাত নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলো। তিনি কয়েক মাস ধরে কুমিরা সাগর উপকূলীয় এলাকায় ঘুরে বেড়াতো। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি ।