কর্ণফুলী মহোনার সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ডে সাগরে পূর্বের মতো কোনো মাছের দেখা মিলছেনা বলে দাবি করেছেন সাগরের তীরে থাকা জেলে সম্প্রদায়ের সাধারণ মানুষগুলো। তবে অন্যান্য বছর এমন দিনে সাগরে ইলিশ পাওয়া গেলেও আগের মত জেলেদের জালে ইলিশসহ কোনো প্রজাতীর মাছ আটকা পড়ছেনা।
জেলেরা জানান, জীবন বাজি রেখে সাগরের সাথে যুদ্ধ করে গভীর সাগর থেকে মাছ ধরে জীবন জীবীকা নির্বাহ করে আসছেন তারা বছরের পর বছর ধরে। তাছাড়া সারা বছর তারা মাছ ধরতে পারেনা। তাই জেলেরা ইলিশ মৌসুমের জন্য অপেক্ষা করে। ইলিশ মৌসুম বলতে আষাঢ়, শ্রাবন, ভাদ্র, আশ্বিন এই ৪ মাসকে বোঝায়।
কিন্তু এ দিনগুলোতে বেশিরভাগ সময়ে তারা সাগরে মাছ শিকার করতে পারে না । অন্যান্য সময় তারা সাগরে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে বাজারে বিক্রি করেও তাদের সংসার চলেনা।
তারা আরো জানান, ভোর বেলা বের হয়ে সাগরে একাধিকবার জাল ফেলার পরেও কোনো মাছই ধরা পড়ছেনা। সমুদ্র উপকলীয় অঞ্চলের হাজার হাজার জেলে সদস্য মৌসুমে ইলিশ মাছ ধরার জন্য গভীর সাগরে নামেন। কিন্তৃ মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েন তারা।
এমনই এক জেলে বাঁশবাড়িয়া বোয়ালীয়াকূল জেলে পাড়ার বাসিন্দা রাজমোহন জলদাস বলেন, সাগরে আগের মত রূপালী ইলিশ পাওয়া যায়নি। সেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ ধরার চিত্র এখন আর দেখা যায়না।
সাগরে বার বার অভিযান চালিয়ে মাছ শিকার করে বাজারে বিক্রি করে সংসার চালানো সম্ভব হয়না। তার পরেও আগে যেমন ইলিশ ছাড়াও অন্যান্য প্রজাতীর সামান্য কিছু মাছ পাওয়া যেত । কিন্তু এখন নানান রকম সমস্যার কারণে সাগরে তেমন মাছ নেই বলে বলে তারা জানান। প্রতিবছর জেলেরা ইলিশ মৌসুমের দিকে তাকিয়ে থাকে। মাছ ধরে তাদের জীবন জীবীকা চলে। ইলিশ মৌসুমকে ঘিরে তাদের নানা রকম স্বপ্ন দেখেন। কিন্তু সাগরে যখন মাছ ধরার জন্য গভীর সমুদ্রে নৌকা নিয়ে জাল ফেলেন তখন আর মাছের দেখা পাননা। জেলে নেতা বোয়ালীয়াকূল এলাকার উপেন্দ্র জলদাস জানান, গত বছর এমন দিনে আমরা সাগর থেকে অনেক ইলিশ শিকার করে ছিলাম। কিন্তু গত কবছর ধরে সাগরে তেমন ইলিশসহ কোনো মাছ পাওয়া যাচ্ছেনা। এখনতো আগের চেয়েও সাগরে মাছ কমে গেছে।
এ মৌসুমে ইলিশতো দূরের কথা অন্যান্য প্রজাতীর মাছও পাওয়া যাচ্ছেনা সাগরে। ফলে জেলেরা ইলিশ মৌসুমের উপর সারা বছর অর্থনৈতিক ভাবে একটু লাভের কথা ভাবেন, তাও আর সম্ভব হয়ে উঠেনা।
ফলে সীতাকুণ্ডবাসী ইলিশ মাছ তথা আমিষ থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সীতাকুণ্ড উপজেলা জেলে কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জেলে নেতা হরিলাল জলদাস বলেন, স›দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড ভরা মৌসুমেও আমরা সাগরে তেমন ইলিশ পাইনি। গত কয়েকদিন আগে সাগরে জাল বসানো হলেও কিণ্ড জালে কোনো প্রজাতীর মাছ তেমন আটকা পড়েছেনা। যা বলা চলে একেবারেই কম। গত বছর এই দিনে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছিল।সে হিসেবে মৌসুমে এখন আগের মত সাগরে ইলিশ পাওয়া যায়নি।আর যে মাছ ধরা পরছে সে মাছ বাজারে বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পরে। বর্তমানে সাগরে আগের মত কোনো প্রজাতীর মাছের দেখা মিলছেনা বললে চলে।এ অবস্থা গত কয়েক বছর ধরে।
এ বিষয়ে সীতাকুণ্ড মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী বলেন,সাগরে কোনো মাছ নেই এ কথা ঠিক নয়। সাগরে কিভাবে মাছ না থাকে। সাগরে অবশ্যই মাছ আছে। কিন্তু গত বছরের মত সাগরে মাছ তেমন নেই।