সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরিঘাট সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সিফাত (১৭) নামে এক কিশোর। আজ শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা ছেপাটখালি এলাকার মোঃ আমান উল্লাহ’র ছেলে।
স্থানীয়রা জানান, কিশোর সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের নির্মাণ কাজের কর্মরত ছিলেন। তবে আজ তার শরীর খারাপ থাকায় সে এবং তার বন্ধু কাজে যোগ দেয়নি।
এদিকে সিফাতের বন্ধু একই এলাকার বাসিন্দা মোঃ মোবারক বলেন, আমার বয়স ১৫ ও সিফাতের বয়স ১৭। আমরা কক্সবাজার থেকে এসেছি বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের কাজ করার উদ্দেশ্যে। সিপাতের শরীর খারাপ থাকায় আমরা দুজন কাজে যোগ করিনি। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সে গোসল করবে বলে সাগরে নামে এবং সে উপর থেকে পানিতে লাভ দেয়। তখন সাগরে ছিল জোয়ার। এক পর্যায়ে সে আমাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি রশি নিয়ে আস জোয়ার বেশি। আমি আর পারছিনা। তখন আমি দৌড় দিয়ে রশি
এনে দেখি সে পানিতে তলিয়ে গেছে।
এ সময় আমি এবং স্থানীয় কয়েকজন মিলে অনেকক্ষণ বোট নিয়ে সাগরে খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁর আর খোঁজ মেলেনি।
মোবারক আরো জানান, তারা ৬ জন কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা থেকে গত ৮ দিন আগে এসেছে বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের ঢালাইয়ের কাজ করার জন্য। প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে তারা ঢালাইয়ের কাজ করেন। কাজ করতে গিয়ে সিফাত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সে কারণে ঘটনার দিন শনিবার কাজে যোগদান করেনি সে।
এদিকে খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন এবং কুমিরা নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সিফাতকে উদ্ধারে সাগরে অনেক অভিযান চালানো হয় এবং তার সাথে সাথে আমরা চট্টগ্রাম আগ্রাবাদ ডুবুরি ইউনিটকে অবহিত করি। তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল বাঁশবাড়িয়া ফেরি ঘাটে আসেন। পরে ডুবুরি টিম সিফাতকে উদ্ধারে কার্যক্রম শুরু করেন।