সীতাকুণ্ড পৌরসভায় দৈনিক আজাদী অনলাইন প্রতিনিধির বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
এ সময় তার এক ভাই ও মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সীতাকুণ্ড পৌরসদরের শেখপাড়া পল্লী বিদ্যুতের পাশের বাসায় এ ঘটনা ঘটে।
সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক আজাদী অনলাইন প্রতিনিধি শেখ সালাউদ্দিনের বলেন, শেখপাড়া এলাকায় তার বাড়িতে রাত ৩ টার দিকে ডাকাত দল হানা দেয়।
এসময় পরিবারের সদস্যদের জিন্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। আলমিরাসহ ঘরের আসবাবপত্র তছনছ করে রাখে। এসময় তাদের বাধা দিতে গিয়ে তার ভাই রাশেল এবং মেয়ের জামাই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল।
তারা এখন সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। ডাকাতির ঘটনার সময় শেখ সালাউদ্দিন বাসায় ছিলেন না।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।