সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তাদের সাথে লায়ন আসলাম চৌধুরী

সততার সাথে দায়িত্ব পালন করুন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:০৮ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, আপনারা সরকারের বিভিন্ন দফতরে সেবা দিচ্ছেন, সম্পূর্ণ স্বাধীনভাবে সততার সাথে কাজ করে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কেউ করতে চাইলে তাৎক্ষাণিক জানাবেন, কঠোরভাবে দমন করা হবে।

উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মো. আলাউদ্দিন, পানি সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুননেছা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা বিএনপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবন্যার্তদের জন্য খাবার-উপহার দিল লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী