সীতাকুণ্ড উপজেলার হাফিজ জুট মিলস্ সরকারী সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গত শনিবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন বিভাগীয় প্রধান মাহাবুবুল হক। প্রধান শিক্ষক নুরজাহান আক্তারের সভাপতিত্বে সভায় সমপ্রতি সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় বিদ্যালয়ের সাবেক ছাত্র–ছাত্রী পরিষদ, পেশাজীবি পরিষদ এবং অভিভাবকদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মো. জাকির হোসেন, প্রাক্তন ছাত্র হারুন রশীদ টিটু, আব্দুর রহিম, সাবেক মেম্বার মঞ্জুরুল ইসলাম, ব্যাংকার আনিসুর রহমান, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।
হাফিজ জুট মিলস শ্রমিক কর্মচারী দলের সভাপতি রবিউল হক, দিদারুল আলম চৌধুরী, শিক্ষক মো. আলমগীর, আসাদুজজামান মামুন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মা–বাবার ভূমিকা কিন্তু কম নয়। প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।