সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‍্যাবের ডিএডি, ৪ আহত

এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে যৌথবাহিনী

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ৮:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৭ এর সদস্যদের অভিযানে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাব সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে র‍্যাবের একটি অভিযান দল ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় ঢুকে শীর্ষ সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেন। ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীরা হঠাৎ গুলি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে র‍্যাবের গাড়ির দিকে হামলা চালায়।

পরে র‍্যাবের অন্য সদস্যরা তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার সময় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

এছাড়া সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্য ও এক সোর্সকে ধরে পাহাড়ে নিয়ে যান। পরে পুলিশ, সেনা ও র‍্যাবের যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় একজন র‍্যাব সদস্যের মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‍্যাবের সদস্যরা অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। আহত সদস্য ও সোর্স উদ্ধার করা হয়েছে, কিন্তু একজন র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।”

এএসপি মোঃ সিরাজুল ইসলাম আরও জানান, “ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহত র‍্যাব সদস্যের নাম ডিএডি মোতালেব বলে জেনেছি।”

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। অতিরিক্ত ফোর্স অভিযান চালাচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা ও দীর্ঘদিনের দখল ও সন্ত্রাসী কার্যক্রম অভিযানের জটিলতা তৈরি করছে। প্রায় ৪০ বছর ধরে সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা হাজার হাজার অবৈধ বসতি এখানে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

জানা গেছে, জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩,১০০ একর। লিংক রোড সংলগ্ন এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৯–১০ লাখ টাকা। ফলে আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই বিশাল অর্থনৈতিক স্বার্থ কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চলে আসছে।

গত বছরের আগস্টের পর থেকে জঙ্গল সলিমপুরে সশস্ত্র সংঘর্ষ ও হত্যাকাণ্ড বেড়ে গেছে। সংবাদ সংগ্রহের সময়ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এর আগে র‍্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, “জমির ভৌগোলিক অবস্থার কারণে বাহিনীর গাড়ি ঢুকলেই পাহারাদাররা আগাম খবর পেয়ে হামলা চালায়। একক অভিযান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।”

উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দখলকৃত জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্পই শুরু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে রাউজানের সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার