সীতাকুণ্ডে একটি ট্রাক অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে এর চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক শাহীন মোল্লা (৩২) মানিকগঞ্জের শিবালয় থানার নিহালপুর এলাকার হারুন মোল্লার ছেলে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কের কুমিরা ফেরিঘাট এলাকা অতিক্রমের সময় একইমুখী একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে ট্রাকের চালক শাহীন আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকের ভেতর আটকে পড়া এক চালককে সকালে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।