সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা প্লাস্টিকের বেতবাহী চট্টগ্রামমুখী একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ঘাটঘর এলাকা অতিক্রম করছিল।
এ সময় তার সামনে থাকা একইমুখী অপর একটি অজ্ঞাত গাড়ি হঠাৎ করে ব্রেক করলে এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক চালক মোঃ শাহীন মোল্লা (৩২)গুরুতর আহত হন।
পরে তাঁকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ডাঃ নুর উদ্দির রাশেদ বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যাক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এদিকে বার আউলিয়া থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, নিহত ট্রাক গাড়ি চালক শাহীন মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন এলাকার নিহালপুর গ্রামের মোঃ হারুনের ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।