সীতাকুণ্ডে সত্তর বছর বয়সী বৃদ্ধের হাতে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে পিটিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে। এদিকে কর্ণফুলী উপজেলায় শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন দুলা ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় দুলাভাই মোঃ ফারুককে (২৯) পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে চুয়েটের বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে এক শিক্ষার্থীকে একাডেমিক বহিষ্কার করা হয়েছে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ ইউসুফের(৭০) বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর পর বিকালে গ্রামের একটি মহল ঘটনাটি মীমাংসা করার চেষ্টা চালায়। রাত দশটার দিকে স্থানীয় জনতা ওই বৃদ্ধকে ঘর থেকে তুলে এনে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধর্ষণের শিকার নয় বছরের তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ইউসুফ একশত টাকার লোভ দেখিয়ে পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতলায় নিয়ে যায়। সেইখানে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু লোকজন বসে মীমাংসা করার চেষ্টা করে। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় রাতে স্থানীয় জনতা ধর্ষককে বাসা থেকে ধরে নিয়ে পিটুনি শুরু করে। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করান।
ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা সত্তর বছর বয়সী ধর্ষক বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ধর্ষণের শিকার নয় বছরের আহত শিশুটিকে প্রথমে থানায় ও পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করেছি। এ বিষয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
কর্ণফুলীতে শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই মোঃ ফারুক (২৯) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়ানগর পেইজ্যার বাপের বাড়ির মোঃ নাছিরের পুত্র। সে পেশায় দিনমজুর বলে জানা গেছে। অপরদিকে ভিকটিমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন এলাকায়। তবে বেশ কিছুদিন ধরে তারা সপরিবারে ওই এলাকায় জায়গা কিনে সেখানে বসবাস করে আসছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে তাদের ঘরে শালীকে ধর্ষণের চেষ্টা করে দুলাভাই ফারুক। পরে বিষয়টি তাদের পরিবার ছাড়িয়ে বাইরে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এরই জের ধরে গতকাল সোমবার রাতে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় ভিকটিমের মায়ের উপরও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুলাভাই ফারুককে থানায় আটক করা হয় এবং থানার বাইরে স্থানীয় লোকজন ভিড় জমায়।
বিষয়টি জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরীফের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করেননি।
চুয়েটের বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে শিক্ষার্থীকে বহিষ্কার : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী পরিবহন বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে যন্ত্রকৌশল বিভাগের এক ছাত্রকে দুই টার্মের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে। একই সাথে চুয়েটের যেকোনো ধরনের যানবাহনের (অ্যাম্বুলেন্স ব্যতীত) ব্যবহারের ক্ষেত্রে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বহিষ্কারাদেশ প্রাপ্ত এই শিক্ষার্থী নাম প্রানেশ চৌধুরী। চুয়েটের ২১ ব্যাচের নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অন্যান্য বিষয় বিবেচনা এই শাস্তি প্রদান করা হয়।
গতকাল সোমবার এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি সবদিক বিবেচনা করে এই শাস্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির ৭নং ধারা অনুযায়ী ইচ্ছা করলে উক্ত ছাত্র একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে আগামী ১৫ দিনের মধ্যে উপরোক্ত শান্তির বিষয়ে আপিল করতে পারবে। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আপিলের আবেদন জমা দিলেও এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রদত্ত শাস্তির আদেশ চলমান থাকবে।