সীতাকুণ্ডে শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত বাগেরহাট থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চার বছরের শিশুকন্যা ধর্ষণের অভিযোগে ফরিদ শেখ (৫২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব চট্টগ্রাম। গ্রেপ্তারকৃত ফরিদ শেখ বাগেরহাট জেলার চিতলমারী থানার গনি মৃত হেকমত শেখের ছেলে।

গত রবিবার বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম-৭। র‌্যাব জানায়, ভিকটিমের মা জান্নাতুল ফেরদৌস তার ৪ বছরের কন্যাশিশুকে নিয়ে সীতাকুণ্ডের সোহানবাগ এলাকায় বসবাস করতো।

গত ১২ মে জান্নাতুল ফেরদৌস দর্জির কাজে ব্যস্ত থাকায় তার কন্যা নিজেই বাসার পাশে শিবলুর দোকান থেকে আইসক্রিম কিনতে যায়। পরে বিকেল ৫টায় শিশু বাসায় ফিরে এসে কান্না করতে থাকে। এসময় তার মা কি হয়েছে জানতে চাইলে তার শিশুকন্যাটি ঘটনাটি খুলে বলে।

জানা যায়, ঐ শিশুটি শিবলুর দোকান থেকে আইসক্রিম কিনে বাসায় ফেরার পথে মো. ফরিদ শেখ তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুকন্যা কান্না করতে করতে আরো জানায় আগেও ফরিদ শেখ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় ১৭ মে জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনা তিনি র‌্যাবকেও অবহিত করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এ ঘটনায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাত পৌনে ৩টায় বাগেরহাট জেলার মোল্লাাহাট থানা এলাকায় অভিযান চালায়। এসময় ফরিদ েশেখকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইইই বিভাগে সেমিনার