সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পুণ্যার্থীদের ঢল দুই তীর্থযাত্রীর মৃত্যু

লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশীতে ধর্মীয় আচার পালনে হাজারো পুণ্যার্থী সমবেত হয়েছেন। গতকাল বুধবার সকালে শিব চতুর্দশী মেলার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথসহ নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল ১০.১৩মিনিট থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার সাড়ে ৯টা পর্যন্ত এ তিথি থাকবে। গতকাল দুপুরে সীতাকুণ্ড চন্দ্রনাথধাম মহাতীর্থে এসে দুুই পুন্যার্থী গরমে অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন। তাদের একজনের নাম নান্টু (৬০)

তার বাড়ি চকরিয়ায়। অন্যজনের বয়সও প্রায় ৫০। তিনি মহিলা। নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে দেশের নানা প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমবেত হলেও তীর্থ পরিচালক সীতাকুণ্ড স্রাইন কমিটি এবার বিশ্ব বৈদিক সম্মেলনের আয়োজন করা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন। বিকালে ভিড় আরও বেড়ে যায়। চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, ব্যাসকুণ্ড পুণ্য পুকুর, রাম সীতা মন্দির ঘিরে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়।

পুণ্যার্থী নয়ন সাহা বলেন, কুমিল্লা থেকে এসেছি। প্রতিবছর তীর্থ করতে শিব চতুর্দশীতে এখানে আসি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আসা ঝুমা বলেন, পুণ্য লাভের আশায় পূজা দিতে পরিবারের লোকজন নিয়ে এসেছি। তীর্থ পরিচালক সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, বৈদিক সম্মেলন এবার না হলেও লাখো লাখো পূন্যার্থীর সমাগম হয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, শান্তির্পূণভাবে মেলা চলছে। অনেক বৃদ্ধ তীর্থযাত্রী ১২ফুট উপরে চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্য দুজন স্ট্রোক করে মারা গেছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা করা হয়েছে।

গোলপাহাড় কালী মন্দির : নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শিবচতুর্দশী ব্রত গতকাল বুধবার কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল থেকে শিব স্নান করাতে মন্দিরে ভিড় জমায় পূজার্থীরা। মন্দিরের পুরোহিত শিবু ভট্টাচার্য্যের পৌরহিত্যে সংকল্পে ছিলেন কুমার বিশ্বাস। গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলাল চৌধুরী, নিকেল দে, উজ্জ্বল দাশ, লেনিন পাল, মুনমুন দত্ত মুন্না, অমলকৃষ্ণ নাথ টুটুল, মিহির দে, শৈবাল ভৌমিক, যীশু নাথ, অ্যাড. নিখিল কুমার নাথ, শিমুল মুহুরী, রতন দাশ, আশীষ আচার্য্য, বিপ্লব দে, কণা দেব বর্মন, রাজীব চক্রবর্তী, মৃদুল কান্তি কর্মকার, অসীম কুমার ধর, রাজীব বণিক রাজু, সুজন মজুমদার, এস প্রকাশ পাল, মিন্টুময় চৌধুরী, অনজন দাশ, রনজিত শীল, রাকেশ ধর, রুবেল দাশ, রুবেল চৌধুরী, অমিত বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ-পাকিস্তান
পরবর্তী নিবন্ধরমজানে অপরাধ নিয়ন্ত্রণে করা হচ্ছে স্পেশাল কন্ট্রোল রুম