সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা বন্ধ

করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় শিব চতুর্দশী মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মেলা কমিটি মাইকিং করে তা বন্ধের ঘোষণা করে। তবে ঘোষণা উপেক্ষা করে গতকালও মেলা চলতে থাকায় তা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৫টার দিকে পৌরসদরের মন্দির সড়কে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ মেলার কিছু দোকান ভেঙে গুঁড়িয়ে দিলে অন্য দোকানিরাও দ্রুত মালামাল গুছিয়ে নেন। প্রতিবছর চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী তিথিকে ঘিরে ১৫ দিন পর্যন্ত মেলা চলে। কিন্তু এবার করোনা মহামারিতেও মেলা চলতে থাকায় সেটি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেলা কমিটিকে তা বন্ধ করার অনুরোধ করেন। এরপর মেলা কমিটি মাইকিং করে মঙ্গলবার রাতেই দোকানিদের চলে যেতে অনুরোধ করে। সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচার কেজি গাঁজাসহ আটক ১
পরবর্তী নিবন্ধ২৬ মার্চ সর্বসাধারণের জন্য ৬ ঘণ্টা উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ