সীতাকুণ্ডে শিব চতুর্দর্শী মেলা ১১ মার্চ থেকে

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শিব চতুর্দর্শী মেলা। আগামী ১১-১৩ মার্চ তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মেলা কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মেলার আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের মেলাতে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চারশ সদস্যসহ তিনশ স্বেচ্ছাসেবক সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে। সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রীবাহী প্রতিটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে। এছাড়া মেলাঙ্গনের প্রায় দেড় কিলোমিটার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মা, সহ-সভাপতি বাবুল শর্মা, প্রেমতোষ দাশ, গোপাল পাল, মেলা কমিটির যুগ্ম সম্পাদক দুলাল দে, অলক ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য, গৌতম অধিকারী, অমৃত ভৌমিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধসংশোধনী