সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে পৃথক দূর্ঘটনায় এক শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ও সোনাইছড়ি সাগর উপকূল এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বি-বাড়িয়া জেলার নাছির নগর থানার বালাকোট এলাকার মৃত মোতাহের মিয়ার পুত্র মো. মফিজ মিয়া(৪০)। জানা যায়, ভাটিয়ারি লোকমানের মালিকানাধীন জিরি সুবেদার শিপ ইয়ার্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের পুরাতন লোহায় আঘাতে গুরুতর আহত হন মফিজ। অন্য শ্রমিকরা আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সোনাইছড়ি এলাকায় মক্কা শিপ ইয়ার্ডে কাজ করার সময় লোহার পাত মাথায় পড়ে শ্রমিক মো. আবদুল্লাহ(২৪) গুরুতর আহত হয়। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে হাসপাতালে ২৮নং নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ.এস.আই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরের দিকে শিপ ইয়ার্ডে মাথায় আঘাতপ্রাপ্ত এক লোককে হাসপাতালে নিয়ে আসলে চিৎিসকরা তাকে মৃত ঘোষনা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, শ্রমিক নিহতের বিষয়টি শুনে আমি জিরি সুবেদার ইয়ার্ডে পুলিশ পাঠিয়েছি, তবে ইয়ার্ড কর্তৃপক্ষ শ্রমিক দুর্ঘটনার কথা অস্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
পরবর্তী নিবন্ধসড়ক কাটা বাবদ চসিককে ১৪ কোটি টাকার চেক হস্তান্তর করল ওয়াসা