সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আমেরিকা অ্যাম্বেসেডর প্রতিনিধি দল

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১:০০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানের গ্রিন শিপইয়ার্ড দেখে সন্তোষ প্রকাশ করেছেন আমেরিকা অ্যাম্বেসেডর এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আমেরিকার অ্যাম্বসেডরের প্রতিনিধি দলের সামনে গ্রিন শিপইয়ার্ড ও রিসাইক্লিন বাস্তবত্রি তুলে ধরেন আইএমও ও গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিন এর কনসালটেন্ট মোহাম্মদ মাহাবুবুর রহমান। আমেরিকার অ্যাম্বসেডরের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরামর্শদাতা এরিক গিলান, অর্থনৈতিক কর্মকর্তা রিচার্ড রাসমুসেন, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, অর্থনৈতিক বিশেষজ্ঞ আসিফ আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রিসাইক্লাস এসাসিয়েশন (বিএনবিআরএ) ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মাস্টার আবুল কাসেম, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিন ইন্ড্রাষ্ট্রিজের এর সিইও ফেরদৌস ওয়াহিদ, সিও আসাদুজ্জামান সাইমন, ম্যানেজার মোঃ ইউসুফ চৌধুরী ও বিএসবিআর এ সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র নতুন প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম.ফার্ম)
পরবর্তী নিবন্ধএমরান চৌধুরী তাঁর রচনার মাধ্যমে পাঠকের কাছে চিরঞ্জীব থাকবেন