সীতাকুণ্ডে শিক্ষার্থীদের বিক্ষাভ মিছিল, মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ৭:০৬ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত একঘন্টা এ কর্মসূচি চলাকালে পৌরসদরের বিভিন্ন সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করে তারা।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। পরিদর্শনকালে কয়েকটি স্পটে অবস্থান করে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে তারা বলেন, শিক্ষার্থীদের হত্যার বিচার করতে হবে। বারবার শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ তুলে এ সরকারকে পদত্যাগের আহ্বান জানান তারা। এ সময় শিক্ষার্থীদের পেছনে অবস্থান নেয় পুলিশ, বিজিবি সদস্যরা। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল