সীতাকুণ্ডে শহীদ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন নকীবের উদ্যোগে শহীদ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিকাল ৩টায় সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নকীবের পরিচালক রাফিদুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন নকীব সামাজিক সংগঠন ও ইত্তেহাদ ফাউন্ডেশন এবং শহীদ পারভেজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমির এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি সাকিব সিকদার। এছাড়া বক্তব্য রাখেন, পিয়ার আহমেদ, নাজিম উদ্দিন, রাশেদুল করিম প্রমুখ। খেলা পরিচালনা করেন, আকবর হোসেন কামরুল, সৌরভ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক বলেন, খেলাধুলা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল ও সুস্থ রাখে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আবু জাবের সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন