চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় দিবসে শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত সাত আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুর ১:৩০ টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় ছলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন ও রোকন মেম্বারের সমর্থকদের মাঝে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা।
সোহেল রানা বলেন, বিজয় দিবসের সকালে শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে দুপুরে ফৌজদারহাট স্কুল মাঠে বিজয় দিবসে আলোচনা সভা চলাকালীন সংঘর্ষ লেগে যায়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কোন এক পক্ষ একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত সাত জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।