সীতাকুণ্ডে লুট করা ২৬ গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় এক ব্যবসায়ীকে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ২৮টি গরু ছিনিয়ে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ঘটনার পরে ভুক্তভোগি ব্যবসায়ীরা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ গরু উদ্ধারে অভিযান শুরু করেন।

এদিকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তারা বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ২৬টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। তার পাশাপাশি ৩জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে জানা গেছে, এ দিন সিরাজগঞ্জের বিভিন্ন হাটবাজার থেকে ৬জন গরু ব্যবসায়ী মিলে মোট ২৮টি গরু কিনে একটি ট্রাক যোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট নামক বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এদিকে গরু বোঝাই তাদের ট্রাকটি রাত ৩টার দিকে সীতাকুণ্ড সলিমপুর এলাকা অতিক্রমকালে একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়িটিকে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মিকরে ব্যবসায়ীদের গাড়িতে থাকা সবগুলো গরু লুটে নিয়ে চলে যায়। এ সময় ট্রাক চালক ও সহকারীসহ দুই ব্যবসায়ীকে তারা রাস্তার এক পাশে বেঁধে রাখে এবং অপর দুইজনকে একটি হাইস গাড়ি করে পরবর্তীতে টানেল এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এর পর ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে ফোন করলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং গরু উদ্ধারে অভিযানে নামে।

গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে একে একে ২৬টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। তবে দুটি গরু উদ্ধার হয়নি এখনো। গ্রেপ্তারকৃত তিন জন হচ্ছে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ওমর ফারুক ও বাঁশবাড়িয়া এলাকার সৈকত ইসলাম ও বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বাসিন্দা মোঃ রাশেদ। এদিকে সীতাকুণ্ড থানার ওসি মহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল গরুগুলো লুট করেছিলো। আমরা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে পুলিশ জিপিআরএস ট্রেকারের মাধ্যমে ট্রাকটির স্থান চিহ্নিত করার পর অভিযানে নামি। অভিযানে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তার পাশাপাশি লুটকৃত ২৮ গরুর মধ্যে ২৬টি গরু বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা এলাকা থেকে উদ্ধার করা হয়। অন্য দুই গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকফিনবন্দি হয়ে এলেন হাদি
পরবর্তী নিবন্ধবান্দরবানে পুড়িয়ে দেয়া হলো বীর বাহাদুরের বাসভবন