সীতাকুণ্ডে লরি চাপায় নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় রিংকু ভারতী (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাড়বকুণ্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসুবিধা দিলেও পাচারকৃত টাকা দেশে ফেরত আসবে না : টিআইবি
পরবর্তী নিবন্ধনাপিত্তাছরা ঝর্ণা থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু