সীতাকুণ্ডে লরি চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় রয়েল সিমেন্ট কারখানাস্থ গেটের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন মো. দিদারুল আলম (১৮)। এ সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে গেলে দ্রুত গতির একটি লরির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম ঘোড়ামারা এলাকার মৃত জানে আলমের ছেলে। তিনি দক্ষিণ ঘোড়ামারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র এবং দোল্লা ফকির জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান।

অপরদিকে কুমিরায় একই এলাকায় ১ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীদের বহনকৃত একটি সিএনজিচালিত টেক্সিকে চাপা দিলে ঘটনাস্থলে ৪ পরীক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ৩ জন ছাত্রী ও এক ছাত্র রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলুক্সেমবুর্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের
পরবর্তী নিবন্ধরেডি হয়ে বের হওয়ার সময় দেখে দরজা আটকা