সীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে লরি চাপায় শুকলাল দাস (৪০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের জলিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুকলাল ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ জেলেপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে, শুকলাল দাস তার পিকআপটি রেখে জলিল গেটস্থ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী একটি লরি তাকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং লরি চালক রিদুয়ানকে আটক করা হয়েছে। নিহত শুকলাল পেশায় একজন পিকআপ চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া থানায় নতুন ওসি মো.নুরুজ্জামান
পরবর্তী নিবন্ধহাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার