সীতাকুণ্ডে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলীরাজ গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র‌্যাব সদস্য আহত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার এজাহার নামীয় পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭ ও র‌্যাব১৫ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব৭ জানায়, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব৭ এর একটি দল সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এসময় দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‌্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেয়া হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন র‌্যাব সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় র‌্যাব, চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। সেই সাথে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিতকায় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজারের সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাগর জঙ্গল সলিমপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে।

সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফ্‌ফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন
পরবর্তী নিবন্ধআধুনিক নৌযান পেল কুতুবদিয়াবাসী