সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১২:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় রত্না দাশ (৪১) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ওই সময় সড়ক পার হচ্ছিলেন।
সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাংলানিউজ
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
রত্না দাশ সীতাকুণ্ড উপজেলার মসজিদ্দা এলাকার মন্টু দাশ বাড়ির কালী পদ দাশের স্ত্রী।
চমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ওই পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটিয়ারি এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রকে পিটানোয় হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা