সীতাকুণ্ডে কুমিরা সুলতলা মন্দির এলাকায় অবস্থিত একটি রড তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মীরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের করচয়া এলাকার মোঃ শামসুল হকের ছেলে রিফাত (২৫) ও বাঁশবাড়িয়া এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কারখানায় কাজ করছিলেন মোস্তফা ও রিফাত। এক পর্যায়ে লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে গেলে এতে দুই শ্রমিক গুরুতর আহত হন। কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরের মধ্যে এই দুজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বরত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ। তিনি বলেন , সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিক দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমাকে অবহিত করেছেন। লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে জিপিএইচ ইস্পাতের এডভাইজার ওসমান গনি চৌধুরি এক বিবৃতিতে জানান, সকাল ১০টা নাগাদ জিপিএইচ ইস্পাত এর ইসিআর ভবনে অবস্থিত ৫০০ কেজি ভারবহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও ঠিকাদারের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সাথে উঠেন। এতে হোয়েস্টটির অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যায় এবং দুজনই কর্মী আহত হন। দুর্ঘটনা ঘটার সাথে সাথে জিপিএইচের এম্বুলেন্সের সাহায্যে আহত দুই কর্মীকে জিপিএইচ মেডিকেল টিমের সদস্যসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।