সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ৮ টায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ডের পৌর সদরের মধ্যম এয়াকুবনগর এলাকার মৃত নুরুল আবছারের ছেলে রবিউল হোসেন ওরফে বাবলু (৩২) ও একই এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে মো. আলমগীর হেসেন (৩২)। গ্রেপ্তার বাবলু ওয়ার্ড যুবদলের সভাপতি ও আলমগীর সদস্য বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
ওসি বলেন, গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় সীতাকুণ্ডের নুনাছড়া বটতলা পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে যুবলীগ নেতা ইউসুফকে বাবলু ও আলমগীরসহ তাদের সাথে থাকা সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর তারা আত্মগোপনে চলে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। যার মধ্যে বাবলুর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের পর গতকাল রবিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।