সীতাকুণ্ডে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ও সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আরাফাত (২৬), সুমন (২৫) ও বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগ নেতা টিটু (৩০)।
জানা গেছে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের দায়েরকৃত মামলার আসামিদের ধরতে সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরাফত ও সুমনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মঙ্গলবার বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবলীগ নেতা টিটুকে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী আটক করে। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, থানা পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো দেওয়া হয়েছে।











