সীতাকুণ্ডে যুবলীগ ও ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে সীতাকুণ্ড পৌরসভা ও বাড়বকুণ্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার দাবি করা হয়। এসময়ে তারা আরো বলেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। অপরদিকে এ লকডাউন সফল করতে বুধবার রাতে উপজেলার বারৈয়াঢালা ও কুমিরা এলাকায় মিছিল ও মহাসড়কের অগ্নিসংযোগ করে শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনায় যুবলীগছাত্রলীগের মোট ৭ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতেই ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তিন জন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান। লকডাউনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঠেকাতে গতকাল সকাল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বারৈয়াঢালা ইউনিয়নের বড়দারোগারহাট, সোনাইছড়ি, বাড়বকুণ্ডসহ বিভিন্নস্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসমাবেশ করে। একইভাবে জামায়াতশিবিরের নেতাকর্মীরাও পৌরসদরে বিক্ষোভ মিছিল করে।

পূর্ববর্তী নিবন্ধগণভোট অপ্রয়োজনীয়, বলছে সনদে সই না করা বাম দলগুলো
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আলোচনা