সীতাকুণ্ডে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে হত্যা মামলায় বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলাে যুবদলের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুপ নিজামী, উত্তর জেলা বিএনপির সদস্য শামসুল আলম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, উপজেলা তাঁতী দলের আহবায়ক লোকমান হাকিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গ জেব মোস্তফা, সহ সভাপতি ইসমাঈল হোসেন, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, হারুন উর রশিদ ইব্রাহিম, লিয়াকত চৌধুরী জুয়েল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী ও সদস্য সচিব খোরশেদ আলম।

এ সময় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, সাবেক সভাপতি সোলাইমান রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী, সদস্য সচিব কামরুল হোসেন বাবলুসহ অনেকেই বক্তব্য রাখেন। এদিকে সভা শেষে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভা কাযালয়ে সামনে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
পরবর্তী নিবন্ধউখিয়ায় সংঘর্ষে কুতুপালং জামায়াত আমিরসহ নিহত ৩