সীতাকুণ্ডে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্বপদে বহালের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

গতকাল বুধবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জেলার আওতাধীন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু। বহিষ্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব পদে বহাল করা হয়েছে।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকে মুক্তি মিলেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সীতাকুণ্ড গণমানুষের নেতা আসলাম চৌধুরীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপংয়ের সাক্ষাৎ