সীতাকুণ্ডে যুবকের বিরুদ্ধে চেয়ারম্যানের আইসিটি মামলা

ছবি বিকৃতি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করে পোস্ট দেয়ার অভিযোগে সীতাকুণ্ডে এক যুবকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
অভিযুক্ত যুবকের নাম মো. সাইফুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লার লাঙ্গলকোর্ট থানার হেসাখালি ইউনিয়নের ভূঁইয়া বাড়ির নেজাম উদ্দিনের ছেলে। সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন।
বাদী জানান, রবিবার বিকালে ইউনিয়ন পরিষদে থাকাকালে আমাদের এক ইউপি সদস্য ফেসবুকের ওই পোস্টটি নজরে আনে। এসব ছবি দেখে আমি সংক্ষুব্ধ এবং মর্মাহত হই। ওই যুবক পোর্ট লিংক লজিস্টিক নামে স্থানীয় একটি কারখানায় কাজ করে। পরে আমার নেতাদের সাথে কথা বলে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ভাটিয়ারীর চেয়ারম্যান একটি মামলা করেছে। মামলার একমাত্র আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৭১ জন
পরবর্তী নিবন্ধকাল নিলামে উঠছে ২১২ লট পণ্য