সীতাকুণ্ডে মো. তানজিরুল ইসলাম তামিম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার চৌধুরী কলোনির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক সন্দ্বীপ থানার মাইটভাঙা ইউনিয়নের পলিশ্যার বাজার এলাকার মো. দেলোয়ার হোসেনের পুত্র। তামিম গাড়ি চালকের সহকারী হিসাবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার সময় তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় তামিমের। কথা–কাটাকাটির ঘণ্টা দুয়েক পর তামিম নিজ কক্ষ থেকে বেরিয়ে রান্না ঘরে ডুকেন। পরে ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় তার স্ত্রী দরজা খুলতে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা এসে রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তামিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন, নিহত যুবক গত ৬ মাস পূর্বে ভালোবেসে গাইবান্ধার এক তরুণীকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে যুবকটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।












