সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মানসিক ভারসাম্যহীন নারী ও বাইকের পেছনে বসা চালকের স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট জলিল স্টেশন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আনিকা (৩০) ঢাকার মোহাম্মদপুরের আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী ও বাইক চালক আবদুল মোমিন (৩৬)। তবে নিহত মানসিক ভারসাম্যহীন অপর নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে ঢাকার মোহাম্মদপুর আনসার ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল আরোহীদের একটি দল রাঙামাটির কাপ্তাই বেড়াতে যাচ্ছিল। পথে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল গেট এলাকায় এলে মানসিক ভারসাম্যহীন এক নারী দ্রুতগতির মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ওই নারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুল মোমিন ও তার স্ত্রী আনিকা গুরুতর আহত হন। সহযাত্রী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আনিকাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে আহত আবদুল মোমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি। নিহত ব্যক্তিদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দাঁড়িয়ে থাকা ভ্যানে লেগুনার ধাক্কা : সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ভ্যানে লেগুনার ধাক্কায় ইউনুস মিয়া বাবুল (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ যাত্রী। গতকাল বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজের ক্ষেতে ঢেড়স তুলতে যাচ্ছিলেন ইউনুস মিয়া। মহাসড়কের পাশে নিজের রিকশা ভ্যানটি থামিয়ে চাকায় তালা লাগাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনুস মিয়ার ভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনার ৫ যাত্রী আহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলী আহম্মেদ বলেন, নিহতের লাশ ফাঁড়িতে আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগম নিয়ে গায়েব জাহাজটি বাগেরহাটে জব্দ
পরবর্তী নিবন্ধমা-বাবাকে হারিয়েই ফেলল অর্ক ও জুঁই