সীতাকুণ্ডে লরি-মোটরসাইকেল সংঘর্ষে কামরুল হাসান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল বার আউলিয়া ফুলতলা মলইপাড়া গ্রামের বাদশা আলমের বাড়ির রুহুল আমিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে তিন যুবক হোটেলে নাস্তা করার জন্য যাওয়ার পথে একটি লরির সাথে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্মরত চিকিৎসক কামরুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অপর দুইজন চিকিৎসাধীন আছেন।