সীতাকুণ্ডে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৭১, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বদিউল আলম, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মো. জহিরুল ইসলাম, বিএনপির প্রার্থী আবুল মুনছুর।
মহিলা সংরক্ষিত পদে প্রার্থীরা হলেন- ১,২, ৩ নং ওয়ার্ডে লুৎফুন্নেসা, শামীমা আক্তার, বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম, ফজিলাতুন্নেছা, মেহেরুন নেসা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে- ফিরোজা বেগম, আলেয়া বেগম, বর্তমান কাউন্সিলর জাকেরা বেগম, কামরুন নাহার, শামীমা আক্তার। ৭,৮,৯ নং ওয়ার্ডে- বর্তমান কাউন্সিলর জেসমিন আক্তার, খালেদা আক্তার , মাহমুদা বেগম।
সাধারণ কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ড-নিজাম উদ্দিন নিজামী, বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, মোঃ আবুল হাসেম চৌধুরী, মোঃ নুরুল কবির, মোঃ ইউনুছ মিয়া, দিদারুল আলম, বেলাল হোসেন। ২নং ওয়ার্ড – মোহাম্মদ বদিউল আলম, আকবর হোসেন, মোঃ হারুন-অর-রশিদ, মোহাম্মদ শহিদুল হক, মোহাম্মদ সেলিম কুরাইশি, মোঃ আবু তাহের। ৩নং ওর্য়াড- বর্তমান কাউন্সিলর একেএম শামসুল আলম, সেতু দাস, হানিফ মোহাম্মদ, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, স্বপন কুমার বণিক, মোহাম্মদ ফছিউল আলম। ৪নং ওয়ার্ড- বর্তমান কাউন্সিলর হারাধন চৌধুরী, অমল চন্দ্র শীল, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। ৫নং ওয়ার্ড- মোঃ জোবায়ের হোসেন শাওন চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ, বিজয় ভট্টাচার্য, বর্তমান কাউন্সিলর মোহাম্মদ শফিউল ইসলাম চৌধুরী মুরাদ, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোফাখ্‌খারুল আলম চৌধুরী। ৬নং ওয়ার্ড- বর্তমান কাউন্সিলর মুহাম্মদ দিদারুল আলম এপেলো, নূর মোহাম্মদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ কামরুল হাসান, জহুরুল আলম, আরিফুল আউয়াল, মোঃ জহুরুল আলম। ৭ নং ওযার্ড- মোঃ ফজলে এলাহী, রতন মিত্র, তরিকুল হক চৌধুরী, মাইদুল মোঃ আলাউদ্দিন, নুরুল আকবর, বর্তমান কাউন্সিলর মাকসুদুল আলম। ৮ নং ওযার্ড- রফিকুল নবী বাহার, রফিকুল আলম, বর্তমান কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, সুজিত দাস, স্বপন কান্তি পাল, মোহাম্মদ নাসির উদ্দিন, সালাহউদ্দিন, মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির স্বপন, খুরশিদ আলম, মোহাম্মদ সোহেল চৌধুরী। ৯ নং ওযার্ড- মোঃ আনোয়ার হোসেন, বর্তমান কাউন্সিলর মোঃ জুলফিকার আলী মাসুদ, চন্দন রায় চৌধুরী, সোহেল রানা, মোঃ শাহ জালাল চৌধুরী, মোঃ বেলাল হোসেন, নিজামুদ্দিন, মোহাম্মদ জাহেদ চৌধুরী, দিদারুল হোসেন টুটুল, মোঃ কামাল হোসেন, নুরুল হুদা।

পূর্ববর্তী নিবন্ধআইসিডিডিআরবির সঙ্গে গ্লোবের ভ্যাকসিন ট্রায়াল চুক্তি বাতিল
পরবর্তী নিবন্ধআফ্রিকায় ডাকাতের গুলিতে মারা গেল পেকুয়ার যুবক