সীতাকুণ্ডে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টন রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, পিআইও মো. আলমগীর হোসেন, উপজেলা যুব কর্মকর্তা শাহ আলম, সাংবাদিক এম হেদায়েত, সেকান্দর হোসাইন প্রমুখ। টুর্নামেন্টে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা প্রশাসন, ভুমি অফিস ও সীতাকুণ্ড সাব-রেজিষ্টার অফিসসহ মোট ১০টি দল অংশগ্রহন করে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আহনাফ মোরশেদ ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দ কুতুব শাহ্‌ একাদশের জয়লাভ
পরবর্তী নিবন্ধকিরগিজস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ