সীতাকুণ্ডে মালিকের ৪ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

মোবাইল অ্যাপসের মাধ্যমে কর্মচারীর প্রতারণা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মোবাইল অ্যাপস ব্যবহার করে এক শিপইয়ার্ড ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইসহাক। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকার মৃত আব্দুল ওহাবের পুত্র। অপরদিকে অভিযুক্ত কর্মচারীর নাম মো. জাহিদ হোসেন (২৮)। তিনি একই ইউনিয়নের মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সোলাইমানের পুত্র। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চাকরির সুবাদে বিভিন্ন সময় অনলাইনে ব্যবসায়িক লেনদেনের কথা বলে মালিকের মোবাইল ব্যবহার করতেন জাহিদ। এ সুযোগ কাজে লাগিয়ে চলতি বছরের ৮ ও ১৭ জুন অ্যাপসের মাধ্যমে ৬ দফায় শিপইয়ার্ড ব্যবসায়ীর ৪ লাখ ৭০ হাজার টাকা সরিয়ে নেন জাহিদ। মো. ইসহাকের ন্যাশনাল ব্যাংকের ভাটিয়ারী শাখার একাউন্ট থেকে টাকাগুলো জাহিদের সিটি ব্যাংকের একাউন্টে (নং ২৩০২৮৮৬৩১৩০০১) সরিয়ে নেয়া হয়। পরে ন্যাশনাল ব্যাংক থেকে বিষয়টি জানতে পারলে গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেন মো. ইসহাক। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ব্যাংক স্টেটমেন্টে স্পষ্ট হয়েছে মালিকের একাউন্ট থেকে কর্মচারী জাহিদ টাকা সরিয়ে নিয়েছে। এ কারণে মালিক অভিযোগ দায়ের করেছেন। আমরা আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধবেলজিয়াম পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার