সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ক্রসিংয়ে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেন শেখপাড়া এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় ৬ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনার পর থেকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ক্ষতিগ্রস্ত লাইন দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল প্রায় ১২ ঘণ্টা।

জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে দুইটি কন্টেনার রেললাইন থেকে বাইরে চলে যায়। এরপর ট্রেনের সামনের অংশটি মীরসরাই উপজেলার বড়তাকিয়া স্টেশন পর্যন্ত চলে যায়। এই ঘটনায় রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ সিদ্দিক বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থালে ছুটে আসেন। এসময়ে বিকল্প লাইনে ট্রেন চলাচল করেছে। কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, এ ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রেনের বগি উদ্ধার ও রেললাইনের মেরামতের কাজ শেষ করতে করতে প্রায় বিকেল ৪টা বেজে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকারও দলীয় স্বার্থ বাস্তবায়ন এ সরকারের কাজ নয় : তারেক
পরবর্তী নিবন্ধসিগারেট ক্রিম মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ