সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় আফছার আলী (৭০) নামে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত শহীদ উদ্দিনের ছেলে। নিহতের ছেলে সাজেদুল ইসলাম বলেন, বাবা সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বায়োজিদ লিংক রোড অতিক্রমকালে দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে তার সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে মাইক্রোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ