সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে নারীর মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৩:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বার আউলিয়া সোনাইছড়ি এলাকায় মাইক্রোবাস উল্টে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে মাইক্রোবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া। বাংলানিউজ
ঐ নারীর নাম মংকরই ত্রিপুরা (৪০)। তিনি সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার পদ্ম ত্রিপুরার স্ত্রী।
এসআই বাবুল মিয়া জানান, সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মংকরই ত্রিপুরা মারা যান।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরের এক্সেস রোডে ছুরিকাঘাতে কিশোর খুন
পরবর্তী নিবন্ধদেশে করোনার সংক্রমণ বাড়ছে