সীতাকুণ্ডে পিকআপ থেকে ১২টি কোরবানির গরু লুট করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। গরুগুলো এখনো উদ্ধার করা না হলেও পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে মাহফুজ নামে এক ব্যবসায়ী চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে ১২টি গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার নামক এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা পিকআপটি গতিরোধ করে ১২ কোরবানির গরু লুট করে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে গতকাল রোববার দুপুরে ব্যবসায়ী মাহফুজ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গরুগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযান অব্যাহত রয়েছে।