সীতাকুণ্ডে মরহুম আনিছুল হক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার আয়োজনে সীতাকুণ্ডে মরহুম আনিছুল হক ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী গত ৩১ ডিসেম্বর রাতে এভারগ্রীণ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পিয়ম জুটি চ্যাম্পিয়ন এবং দুর্লভ জুটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। ইপসার কার্যকরী পরিষদের সদস্য ও অনুষ্ঠানের সমন্বয়কারী সমীর কান্তি শর্মা সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সমাজসেবক আলমগীর ইমরান, ইপসার পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্তী, শওকত আকবর জেসমিন, শাহ সুলতান শামীম, তোফায়েল হোসেন, অমৃত ভৌমিক, বিজয় ভট্টাচার্য, অলক ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য প্রমুখ। পরে অতিথিরা খেলার বিজয়ী ও বিজিত জুটিকে ট্রফি তুলে দেন। এছাড়া টুর্নামেন্ট আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ৯ ভাগ্যবান ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি
পরবর্তী নিবন্ধজিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় খেলার প্রস্তুতি সভা