সীতাকুণ্ডে মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মন্দিরে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছে। গত ২৩ অক্টোবর রাতে মন্দিরের সভাপতি হিমাংসু বিমল দেবনাথ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
হিমাংশু দেবনাথের অভিযোগ, সকালে মন্দিরে যারা ফুল তুলতে গিয়ে দেখেন, মন্দিরের ভেতরের মূল ঘট কে বা কারা ভাঙচুর করেছে। এছাড়া দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে থাকা পিতলের ঘট ও দানবাক্সটিও নিতে চেষ্টা করে ব্যর্থ হয়। চুরি করতে এসে কোন গুরুত্বপূর্ণ মালামাল না পেয়ে ক্ষোভে চোরেরা এ ঘটনা হয়েছে বলে উল্লেখ করেন। সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (স.)’র আদর্শ ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়
পরবর্তী নিবন্ধচন্দনাইশ ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু