চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলকায় বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে একটি দোকান ও একটি জেলের জালের ঘর পুড়ে ছাড় হয়ে গেছে।
এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়। ভুক্তভোগী দূযোধন জলদাস আজাদীকে জানান, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। গত চার দিন আগে একটি নৌকায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। চারদিন পর বৃহস্পতিবার রাতে তার জাল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং পার্শ্ববর্তী একটি দোকান পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য শাহানাজ আক্তার জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছেন।
পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করবেন।