সীতাকুণ্ডে ভেঙে যাওয়া গ্রাম্যসেতু নির্মাণ করে দিল জামায়াত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ভেঙে যাওয়া বারৈয়ারঢালা লবণাক্ষ সি সড়কে কাঠের গ্রাম্যসেতু নির্মাণ করে দিল জামায়াতে ইসলামী। স্থানীয় বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সেতুটি তৈরি করে দেয়া হয়। গতকাল বুধবার সকালে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়।

জানা যায়, সম্প্রতি পাহাড়ি ঢলে ও ভারী বর্ষণে পানির স্রোতে লবণাক্ষ সি সড়কের মাঝ পথে সড়কটি ভেঙে পড়ে। এতে সড়কটি ব্যবহারে অনুপযোগী হয়ে পথ চলাচলে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার গ্রামবাসী।

স্থানীয়রা বলেন, সম্প্রতি ভারী বর্ষণে এই সড়কটি ভেঙে পড়েছে। তাই দীর্ঘ পথ হেঁটে অপর এক সড়ক দিয়ে ঘুরে আমাদের কলেজে যেতে হচ্ছে। কিন্ত এখন আর সেই কষ্ট করতে হচ্ছে না। সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করার অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি ও জামায়াত নেতা মিছবাহুল আলম রাসেল বলেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের পথ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন খবর শুনে আমরা সেখানে তাৎক্ষণিক একটি সামায়িক কাঠের সেতু নির্মাণ করে দিয়েছি। সড়কটির স্থায়ী সংস্কারের ব্যাপারেও সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি। আশা করছি সকলের আন্তরিকতায় সমস্যা সমাধান হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর দিনভর সেবা কার্যক্রম
পরবর্তী নিবন্ধপাহাড় কাটার দায়ে বান্দরবানে এক ব্যক্তিকে জরিমানা