সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে ভূমি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। গত বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বদিউল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.তাহমিনা আরজু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ভূমি সেবা সপ্তাহে বিশেষ অবদান রাখায় ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে উত্তর জেলা তাঁতী লীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধইকোয়েভের ইকো কন্টেস্ট