সীতাকুণ্ডে ভাটিয়ারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৩১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার ভাটিয়ারী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে ধার্য্য মুল্যের অধিক মুল্য খাদ্য সামগ্রী বিক্রি করায়, মুল্য তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভাটিয়ারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ধার্য্য মুল্যের অধিক মুল্য খাদ্য সামগ্রী বিক্রি, মুল্য তালিকা প্রদর্শন না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ তিন ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর