সীতাকুণ্ডে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জমির সীমানা বিরোধের জেরে মীর ইউসুফ আলী (৬৮) নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী আর আর জুট মিলের সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যায়ভাবে জমির সীমানা নির্ধারণের সময় বাধা দেয়ায় কাদামাটিতে ফেলে প্রতিবেশি হেলাল ও তার অনুসারীরা শ্বাসরোধ করে ইউসুফ আলীকে হত্যা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, সীমানা বিরোধের কারণে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন পরিবার। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সঠিক কারণ বেরিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধআগামীর রাষ্ট্র পরিচালনা করবে জামায়াতে ইসলামী
পরবর্তী নিবন্ধজুলাই-আগস্টের শহীদদের নামে হবে দুই শতাধিক স্টেডিয়াম : আসিফ