সীতাকুণ্ডে বিহার থেকে ১৫০ বছরের পুরনো বুদ্ধমূর্তি চুরি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বৌদ্ধ বিহারে দেড়শ বছরের পুরনো তিনটি বুদ্ধমূর্তি প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ২টার পর সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ড পন্থিছিলাস্থ পান্থশালা ধর্মাংকুর বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, বুধবার গভীর রাতে পান্থশালা বৌদ্ধ বিহারের দক্ষিণ পাশের গ্লাসের লক ভেঙে মন্দিরে প্রবেশের পর দেড়শ বছরের পুরনো তিনটি অষ্ট ধাতুর (সোনা, রূপা, পিতল, তামা, লোহা, সিসা) তৈরি ১-২ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি প্রতিবিম্ব ও দানবাক্সের টাকা চুরি হয়। ভোরে বিহারের ভিক্ষু সেখানে প্রবেশ করে দেখতে পান অনেকগুলো মূর্তির মাঝে অষ্টধাতুর তিনটি মূর্তি নেই। এ সয়ম তিনি বিহারের দক্ষিণ পাশের গ্লাসের লক ভাঙা দেখতে পান। পরে বিহার কমিটিকে জানানো হয়।
পান্থশালা ধর্মাংকুর বৌদ্ধ বিহার কমিটির কার্যকরী সদস্য দিবাকর বড়ুয়া বলেন, অষ্ট ধাতুর তৈরি তিনটি বুদ্ধ প্রতিবিম্ব চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও বিহারের দানবাক্সে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা চুরি হয়েছে। একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। কেননা মন্দিরে অনেকগুলো প্রতিবিম্ব থাকলেও সেগুলোতে চোর চক্র হাত দেয়নি। অথচ অষ্ট ধাতুর তৈরি সবচেয়ে দামি ও ওজনে ভারী প্রতিবিম্বগুলো চুরি করে নিয়ে গেছে। এতগুলো প্রতিবিম্বের মাঝে অষ্ট ধাতুর তৈরি প্রতিবিম্ব খুঁজে বের করা সহজ নয়। সীতাকুণ্ড থানার এসআই মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ৭ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় তিন মসজিদে চুরি